গভীর রাতে কেঁপে উঠল রাজধানী দিল্লি। মাঝারি মানের এই ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে বারোটা নাগাদ এই ভূমিকম্প ঘটেছে। কম্পনের উত্স ছিল দিল্লি থেকে খানিক দূরের গুরুগ্রামে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে। এমনিতেই গত তিন সপ্তাহের বেশি সময় ধরে কৃষক বিদ্রোহে তোলপাড় দিল্লি ও সংলগ্ন এলাকা। চরম শীতে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন হাজার হাজার কৃষক। তাঁদের স্লোগানে মুখরিত চারপাশ। তারই মধ্যে প্রকৃতি জানান দিল বিপদের। রাজধানী অঞ্চল ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছে। অত রাতেও ঘর ছেড়ে বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। প্রসঙ্গত, ভূমিকম্পের সংখ্যা অনেকটাই বেশি ২০২০ সালে। উত্তর ভারতেই গত কয়েক মাসে একাধিক বার ভূমিকম্প হয়েছে। জম্মু-কাশ্মীর, দিল্লি-সহ বহু এলাকা কেঁপে উঠেছে। জিওলজিস্টদের মতে বারবার ছোটখাট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। তথ্য বলছে, গত এপ্রিল মাস থেকেই এক ডজনের বেশি কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়।অধিকাংশই কম্পনই যদিও ছিল মৃদু কম্পাঙ্কের। ফলে, ক্ষয়ক্ষতি সে ভাবে হয়নি।
- Advertisement -
- Advertisment -