More
    Homeখেলাগম্ভীরের সঙ্গে মধুচন্দ্রিমা কি শেষ?

    গম্ভীরের সঙ্গে মধুচন্দ্রিমা কি শেষ?

    গম্ভীরের সঙ্গে মধুচন্দ্রিমা কি শেষ? ঘরের মাঠে হোয়াইটওয়াশের পরই ডানা ছাটছে এ’টুকু বলাই যায়। দল নির্বাচনে অবাধ স্বাধীনতা, দলের স্ট্র্যাটেজি সবকিছুতেই গম্ভীরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। কিন্তু ফল বুমেরাংই হয়েছে। গম্ভীর যুগেই ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ হেরেছিল ভারত। এবার মুখ পুড়লো নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। এর দায় দলের পাশাপাশি কোচের ওপরেও বর্তায়। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন গম্ভীর। বোর্ডের নিয়ম অনুযায়ী, দল নির্বাচনের সময় কোচ সেখানে থাকতে পারেন না। কিন্তু গম্ভীরকে সেই অনুমতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের বৈঠকে তিনি ছিলেন।’ কে না জানে, গম্ভীরের জোরাজুরিতেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা ও সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ রেড্ডি অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পেয়েছেন। কিউয়িদের বিরুদ্ধেও ব্যাটিং অর্ডারে কখনও বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো, কখনও ঋষভ পন্থকে চারে নামিয়ে দেওয়ার মতো কাজ গম্ভীর করেছেন। তারও দায় রয়েছে। এখনই হয়তো চাকরি যাবে না। কিন্তু লাগাম টানবে বোর্ড ঠিকই। কিন্তু অস্ট্রেলিয়া সফরে ফেল করলে অনিশ্চয়তার মুখে পড়বে গম্ভীরের কোচিং কেরিয়ারও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments