দেশজুড়ে পালন হচ্ছে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। সারা দেশের পাশাপাশি পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। যদিও সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে পালিত করা হচ্ছে এই দিনটি। তবে নেতাজির জন্মজয়ন্তীতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির পরিবেশপ্রেমীরা। সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের বার্তা পৌঁছে দিতে ও গাছ পরিবেশের জন্য কতটা জরুরী এই বিষয়ে সচেতন করতে এদিন শিলিগুড়ির পরিবেশপ্রেমীরা শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে অবস্থিত একাধিক গাছে রাখি পরিয়ে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করেন গাছ পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরিবেশ প্রেমীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ শিলিগুড়ির পরিবেশপ্রেমীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন আজকে শিলিগুড়ি শহরের পরিবেশপ্রেমীরা নেতাজির জন্ম তিথিতে তারা ডাক দিয়েছেন একটি রাখি গাছের জন্য। আমরা প্রত্যেকেই চাই আমাদের শহরে যে গাছগুলো আছে তা যেন কেউ কেটে না ফেলে। প্রতিদিন শহরের সবুজায়ন কমে যাচ্ছে। নতুন গাছ লাগানোর সংখ্যাও কমেছে। ফলে এরকম সময়ে গাছকে বাঁচানোটা শহরকে বাঁচানোর সমান। ফলে এই যে গাছকে রাখি পরানো এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর শহর শিলিগুড়ির বাসীর কাছে আবেদন করব পরিবেশপ্রেমীরা গাছ বাঁচানোর জন্য যেভাবে কাজ করছে আপনারাও এগিয়ে আসুন।