More
    Homeখবরগাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা...

    গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন

    গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন । এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটে সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় l এরই পাশাপাশি সমবায় সমিতির ম্যানেজারসহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিঁচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক l পাশাপাশি মহিলারা পুলিশ কেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে l জানা যায় ২৩ শে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের নির্ধারিত দিন ঠিক করা ছিল । হঠাৎ ই ২৩ তারিখ সকালেই প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় lএই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে l প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে। গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে। সে ক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া যতক্ষণ না চালু হবে ততক্ষণ সমবায় সমিতি বন্ধ থাকবে। আমরা আজকে সমবায় সমিতির কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি তারা সমবায় সমিতি বন্ধ করে দেয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments