Monday, March 27, 2023
Homeজাতীয়গাড়িতে জাত লেখা স্টিকার থাকলেই করা হবে বাজেয়াপ্ত, নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের

গাড়িতে জাত লেখা স্টিকার থাকলেই করা হবে বাজেয়াপ্ত, নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের

গাড়িতে জাত লেখা স্টিকার থাকলেই হবে বাজেয়াপ্ত। বিদ্বেষপূর্ণ এবং বৈষম্যমূলক প্রথায় রাশ টানতে এই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
অভিযোগ মুলায়ম সিং যাদব ক্ষমতায় থাকাকালীন ২০০৩ থেকে ২০০৭ অবধি গাড়িতে জাতপাতের উল্লেখ করা স্টিকার তুমুল জনপ্রিয় হয়েছিল। গাড়ি আর বাইকে যাদব লেখা স্টিকার স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। কিন্তু যোগী আদিত্যনাথের রাজ্য এবার জানিয়ে দিয়েছে, জাতপাত নিয়ে দম্ভ আর মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে রাজ্য পরিবহণ দপ্তর জাতের স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এই মর্মে সমস্ত রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসগুলির উদ্দেশে গত ২৪ ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করেছেন অ্যাডিশনাল ট্রান্সপোর্ট কমিশনার মুকেশ চন্দ্র। গাড়িতে জাতপাত উল্লেখ করা স্টিকার বন্ধের আর্জি জানিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লেখেন মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা হর্ষল প্রভু। পেশায় শিক্ষক প্রভু বলেন, ‘‌এরকম বৈষম্যমূলক স্টিকার সমাজে গঠনতন্ত্র ও আইনশৃঙ্খলার পরিপন্থী। আমি শীঘ্রই এরকম স্টিকার লাগানোর প্রথা বন্ধের আর্জি জানাচ্ছি।’‌ এই চিঠি পাওয়ার পরই প্রধানমন্ত্রীর অফিস সেই চিঠি পাঠিয়ে দেয় উত্তরপ্রদেশ সরকারকে। পরিবহণ দপ্তরের ডেপুটি কমিশনার ডিকে ত্রিপাঠী জানিয়েছেন, এধরণের স্টিকার আর গাড়িতে লাগানো চলবে না। যাঁরা এই কাজ করবেন, তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে। রাজ্য এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, প্রতি ২০ টি গাড়ি পিছু একটি গাড়িতে এরকম স্টিকার দেখা গেছে। রাজ্য সরকারের মতে, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments