Wednesday, June 7, 2023
HomeUncategorizedগুড্ডি এবং অনুজের পুরনো সম্পর্কের কথা জেনে ফেলল ঋতাভরী! 

গুড্ডি এবং অনুজের পুরনো সম্পর্কের কথা জেনে ফেলল ঋতাভরী! 

 

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এইভাবে সবসময় সমালোচনার শীর্ষে থাকে।এত কিছুর মাঝেই ঘটে গিয়েছে নানান ঘটনা। তারপর কেটে গিয়েছে ১৮ টা বছর অনেকটাই বড় হয়ে গিয়েছে।

 

গুড্ডির বাড়িতে রিতা ভরে ঋতুরাজ অন্তিকা ঋগ্বেদ সবাই গিয়েছে খাওয়া-দাওয়া করতে। তখন ঋতুরাজ গুড্ডিকে তার বাবার ছবি দেখিয়ে বলে সে তার বাবাকে আগে থেকেই চিনতো তাহলে কেন সে তাকে বলে নি। আবার ঋতুর আজকেও যখন গুড্ডি পুবলু বলে ডেকেছিল তার মানে সে তাকে ছোটবেলা থেকেই চিনতো কেন সে তার পরিচয় কখনো দেয়নি।

 

ঋতাভরীকে ওর মা গুড্ডি সমস্ত সত্যি টাই জানিয়ে দিল অনুজ ও গুড্ডি সম্পর্কে। এবারের ঋতুরাজ এসেছে অনুজের জেঠুমনি ও জেঠির কাছে সেখানে গিয়েই সে জানতে চাইছে যে এই গুড্ডি সরকারের আসল পরিচয়টা কী। তখন জেঠু মনি বলে আসল পরিচয় বলতে সে একজন ভালো মেয়ে ভালো স্টুডেন্ট ভালো পুলিশ অফিসার ব্যাস এইটুকুই। তখন ঋতুরাজ বলে তাহলে তার কাছে ঋতুরাজের বাবার ছবি কি করে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments