More
    Homeখেলাগুয়াহাটিতে ডার্বির আগে বড়ো ধাক্কা মোহনবাগানের, ছিটকে গেলেন আশিক কুরুনিয়ান

    গুয়াহাটিতে ডার্বির আগে বড়ো ধাক্কা মোহনবাগানের, ছিটকে গেলেন আশিক কুরুনিয়ান

    ভারতীয় সুপার লিগের (আইএসএল) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের ঐতিহাসিক কলকাতা ডার্বি এবার কলকাতা নয়, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ জানুয়ারির এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও কলকাতার পরিবর্তে ভেন্যু বদল নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

     

     

     

     

    সাধারণত এই ঐতিহাসিক ম্যাচের আসর বসে সল্টলেক স্টেডিয়ামে। কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিধাননগর পুলিশ কমিশনারেট জানায় যে, ১০-১৮ জানুয়ারি মেলা চলাকালীন সল্টলেক স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এর ফলে বিকল্প ভেন্যু হিসেবে ভুবনেশ্বর, দিল্লি এবং গুয়াহাটির নাম উঠে আসে। শেষপর্যন্ত গুয়াহাটিকে চূড়ান্ত করা হয়।

     

     

     

     

    এফএসডিএল নির্ধারিত তারিখে ম্যাচটি আয়োজনের পক্ষে অবস্থান নেয়, ফলে পুনঃনির্ধারণের চিন্তা বাতিল করা হয়।

     

     

     

     

    মোহনবাগান শিবির জানিয়েছে, দলের সবাই প্রস্তুত থাকলেও ইনজুরির কারণে উইঙ্গার আশিক কুরুনিয়ান ডার্বি থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, ইস্টবেঙ্গল পুরো শক্তি নিয়ে মাঠে নামবে বলে জানা গেছে।

     

     

     

     

    কলকাতার বাইরে এই ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চড়া থাকলেও স্থানান্তরের কারণে কলকাতার সমর্থকদের বড় অংশ মাঠে উপস্থিত হতে পারবে না। তবুও ম্যাচ ঘিরে উদ্দীপনা কমেনি। গুয়াহাটির স্টেডিয়ামে এবার কেমন সাড়া পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments