Wednesday, October 4, 2023
Homeজাতীয়গুয়াহাটি বিমানবন্দরে স্পাইসজেটের বোয়িং ৭৩৭-এ হার্ড ল্যান্ডিং, ভাঙল রানওয়ের লাইট

গুয়াহাটি বিমানবন্দরে স্পাইসজেটের বোয়িং ৭৩৭-এ হার্ড ল্যান্ডিং, ভাঙল রানওয়ের লাইট

বেঙ্গালুরু থেকে গুয়াহাটি আসা স্পাইসজেটের একটি বোয়িং বিমানের হার্ড ল্যান্ডিং হল অবতরণের সময়। তার ফলে রানওয়ের উপরে থাকা অন্তত তিনটি লাইট ভেঙে ফেলেছে এই বিমান। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় স্বস্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানসংস্থা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে গুয়াহাটি আসা স্পাইসজেটের ও বোয়িং বিমানের নম্বর ৭৩৭-৮০০ জেটলাইনার – এসজি- ৯৬০। সাধারণ ভাবে রানওয়েতে নামার সময় একটা বিমানের যে উচ্চতা থাকা উচিত তার থেকে অন্তত ১০০০ ফুট নীচে বিমানটি ছিল বলে খবর। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ সূত্রে খবর, বিমানে ১৫৫ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জন পাইলট ও দু’জন কেবিন ক্রু ছিলেন। সবাই সুরক্ষিত রয়েছেন। নামার আগে পর্যন্ত কোনও সমস্যা ছিল না বিমানের। তাই তাকে রানওয়ে ২-এ নামার অনুমতি দেওয়া হয়। কিন্তু মেঘের জন্য উচ্চতা ঠিক রাখতে পারেননি পাইলট। তার ফলে রানওয়েতে হার্ড ল্যান্ডিং হয় বিমানের। এই ল্যান্ডিংয়ের অভিঘাতে রানওয়ের তিনটি লাইট ভেঙে গিয়েছে। যদিও বিমানের বিশেষ কিছু ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, এই অভিঘাতের পরে বিমানের টায়ারের কিছুটা ক্ষতি হয়েছে। অবতরণের পরে সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনও ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে অবতরণের সময় কো-পাইলট বিমান চালাচ্ছিলেন। এই ঘটনায় পাইলটদের কোনও গাফিলতি রয়েছে কিনা সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments