উপকরণ
1/2 কাপ ঘি
1 কাপ সুজি
1 কাপ দুধ
1/2 কাপ চিনি
2 টি তেজপাতা
2 টি এলাচ
2 টেবিলচামচ কিশমিশ
2 টেবিলচামচ কাজুবাদাম
রান্নার নির্দেশ সমূহ
1
প্রথমে কড়াইতে ঘি গরম করুন।
2
তারপর তাতে সুজি দিয়ে তা বাদামি করে ভেজে নিন।
3
এবার এর মধ্যে বাকি সব উপকরণ দিয়ে দুধ পুরোপুরি না টানা পর্যন্ত নাড়তে থাকুন।
4
তারপর পরিবেশন করুন।