More
    Homeরাজনৈতিক‘গো ব্যাক, টিএমসি সেটিং মাস্টার’, কৈলাস–বিরোধী পোস্টার পড়ল বিজেপি দফতরের বাইরে

    ‘গো ব্যাক, টিএমসি সেটিং মাস্টার’, কৈলাস–বিরোধী পোস্টার পড়ল বিজেপি দফতরের বাইরে

    মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসতেই রাজ্য বিজেপির সংগঠন আড়াআড়িভাবে ভাগ হয়ে যায়। আর সেটা বোঝা যায় বর্ষীয়ান পদ্ম–নেতা তথাগত রায়ের টুইটে। তিনি টুইটে তৃণমূল কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘‌এবার কৈলাস বিজয়বর্গীয়কেও আপনারা নিয়ে নিন।’‌ তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার বিজেপির রাজ্য–পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে পোস্টার পড়ল হেস্টিংস কার্যালয়ে। তাতে আরও পারদ চড়ল। খোদ বিজেপির কার্যালয়ের বাইরেই পড়ল একাধিক পোস্টার। এমনকী কলকাতা বিমানবন্দরে এবং ৬ নম্বর মুরলিধর সেন লেনে পড়ে পোস্টার। যেখানে লেখা রয়েছে, ‘গো ব্যাক, টিএমসি সেটিং মাস্টার।’

    বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি–সহ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ। সেখানে অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভ উগড়ে দেন অনেকে বলে সূত্রের খবর। তারপরই শহরের বুকে এবং বিজেপির কার্যালয়ে পড়ল কৈলাস–বিরোধী পোস্টার। সেই পোস্টারে আবার মুকুল রায়ের সঙ্গে কৈলাসের ছবিও দেওয়া হয়েছে। আর নীচে লেখা ‘টিএমসি সেটিং মাস্টার’। উপরে লেখা, ‘‌গো ব্যাক’‌। সুতরাং কৈলাস গোষ্ঠী বনাম দিলীপ গোষ্ঠী আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। আবার দিলীপ গোষ্ঠীর নেতা নন, কিন্তু রাজ্য বিজেপিতে আছেন তাঁরাও ক্ষোভ দেখিয়েছেন কৈলাসের বিরুদ্ধে। সেখানে কৈলাস গোষ্ঠী কার্যত কোণঠাসা।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments