স্বপ্নের জালবোনা শুরু। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ করার দাবি জানাল ভারত। ২০৩৬ সালের অলিম্পিক, প্যারালিম্পিক আয়োজন করাই লক্ষ্য ভারতের। সে’কারণেই ভারতীয় অলিম্পিক সংস্থা সরকারিভাবে ফিউচার হোস্ট কমিশন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে মেগা ইভেন্ট আয়োজনের চিঠি পাঠাল। গতবছর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশনে প্রথমবার গেমস আয়োজনের অভিপ্রায় প্রথমবার সামনে এনেছিলেন নরেন্দ্র মোদী। পরে প্যারিস ফেরত ভারতীয় অ্যাথলিটদের থেকেও পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদী সেই সময়ে বলেছিলেন, ‘২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত।’ তা বাস্তব হলে ভারতীয় ক্রীড়া মহলে হবে ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই গেমস আয়োজিত হলে দেশের ক্রীড়াঙ্গন, অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং যুব শক্তির অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। বিশেষ সূত্র মারফৎ সংবাদসংস্থাকে বলা হয়েছে, ‘২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহিত হয়েছে ৷’ ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের ব্যাপারে ১০টি দেশ ইচ্ছাপ্রকাশ করেছে। মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতেরও নাম রয়েছে। উল্লেখ্য, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র ও ২০৩২ সালে ব্রিসবেন, অস্ট্রেলিয়ায় হবে অলিম্পিক।