হোয়াইওয়াশের লজ্জা ডেকে আনল অন্ধকারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান হারাল ভারত। প্রশ্নও উঠে গেল, ঘরের মাঠেই এই হাল, অস্ট্রেলিয়ায় গিয়ে কী ঘটবে! অস্ট্রেলিয়া এখন এক নম্বরে। ফাইনালের স্বপ্ন দেখতে গেলে তাদের মাটিতেই ভারতকে চার-চারটি ম্যাচও জিততে হবে। হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে শেষ ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল শচীন তেন্ডুলকরের ভারত। এরপর নিজের ঘরে হোয়াইটওয়াশ তো দূরের কথা, পরবর্তী দুই দশকে কেবল একটা টেস্ট সিরিজ হারে। সেই হারের পর সময়ের হিসাবে এক যুগ এবং ১৮ সিরিজ অপরাজেয় ছিল রোহিত-কোহলিরা। সেই বৃত্ত তো ভেঙেছেই, ২৪ বছর হোয়াইটওয়াশের লজ্জায় মাথা হেঁট হল রোহিতদের। সেইসঙ্গে অন্ধকারেও ডুবল।