More
    Homeখেলাঘরের মাঠের লড়াইয়ে লাল হলুদের ঘরে এল বহু আকাঙ্খিত তিন পয়েন্ট

    ঘরের মাঠের লড়াইয়ে লাল হলুদের ঘরে এল বহু আকাঙ্খিত তিন পয়েন্ট

    শহরে শীতের আমেজ। ক্যাম্প ফায়ারের সময়। এইসময়ই জ্বলে উঠল মশাল। অস্কার ব্রুজো পারলেন। জিতল ইস্টবেঙ্গল। ঘরের মাঠের লড়াইয়ে লাল হলুদের ঘরে এল বহু আকাঙ্খিত তিন পয়েন্ট। নর্থ ইস্টকে ১-০ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড। দলের একমাত্র গোলদাতা দিয়ামান্তোকোস। কার্ডের জন্য দলে ছিলেন না নাওরেম মহেশ ও নন্দকুমার। সেখানেই গুরুদায়িত্ব পালন করেন পিভি বিষ্ণু। শুরু থেকেই চাপে রাখে লাল হলুদ ব্রিগেড। ২৩ মিনিটে তালালের অসাধারণ ক্রস থেকে হেডে গোল করে যান দিয়ামান্তোকোস। ৬২ মিনিটে গোল শোধ করেই ফেলেছিল নর্থইস্ট, কিন্ত তার আগে আনোয়ারকে ফাউল করায় গোল বাতিল হয়। ৭১ মিনিটে তালালকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান নর্থইস্টের মহম্মদ আলি। ফলে ১০ জনে হয়ে যায় নর্থ ইস্ট। ৮৭ মিনিটে লাল কার্ড দেখেন আবার ইস্টবেঙ্গলের লালচুংলুঙ্গা। যদিও স্কোরবোর্ডে কোনও পরিবর্তন হয়নি। এই জয়ে অবশ্য লাস্ট বয় থেকে কোনও উন্নতি হয়নি লিগ টেবিলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments