মাত্র ১০ দিনের ব্যবধান। বের্নাব্যুতে বার্সেলোনা শো’এর পর এবার মিলান শো। ঘরের মাঠে কেঁদেও কুল পাচ্ছে না যেন রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোর ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩–১ গোলে বিধ্বস্ত হল লস ব্ল্যাঙ্কোসরা। গতবারে পুরো মরসুমে মাত্র ২ ম্যাচ হেরেছিল রিয়াল, এবার পরপর ২ হারে স্তব্ধ সান্তিয়াগো বের্নাব্যুর দর্শকরাও। ম্যাচের ১২ মিনিটেই রিয়ালের বিপক্ষে এগিয়ে যায় মিলান। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ম্যাচের ৩৮ মিনিটে আলভারো মোরাতার গোলে ফের এগিয়ে যায় মিলান। ম্যাচের ৭৩ মিনিটে মিলানকে তৃতীয় গোলটি এনে দেন তিজানি রেইনডার্স। ২০০৯ সালের পর ইউরোপ সেরার মঞ্চে প্রথমবার রিয়ালের বিপক্ষে জিতলো মিলান। ১৫ বছর আগে এই সান্তিয়াগো বের্নাব্যুতেই ৩-২ গোলে জিতেছিল তারা।