নতুন বছরে প্রথম জয়। ঘরের মাঠে সমর্থকদের দৃষ্টিনন্দন ফুটবল খেলাই উপহার দিল লাল হলুদ ফুটবলাররা। হারের হ্যাটট্রিকের পর কেরালা বধ। কেরালাকে ২-১ গোলে হারাল অস্কার ব্রিগেড। গোল পেলেন পিভি বিষ্ণু ও হিজাজি মাহের। যদিও ম্যাচে একাধিক গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পান লাল হলুদ ফুটবলাররা। ২১ মিনিটে একক দক্ষতায় প্রথম গোলটা করেন পিভি সিন্ধু। দ্বিতীয়ার্ধে ম্যাচের ফেরার চেষ্টা করলে কেরালা, উল্টে ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন হিজাজি মাহের। ৮৪ মিনিটে কেরালার হয়ে একটি গোল শোধ করেন দানিশ ফারুক। যদিও এরপর আর গোল হয়নি। এই জয়েও ১১ নম্বরেই রইল ইস্টবেঙ্গল।