ঘরোয়া ভাবে ফেইসের যত্ন কিভাবে নিবেন? ১) মুখে সব সময় ঠান্ডা পানি দিবেন ২)মুখ ঘামালে সেটা না শুকিয়ে মুখ ধুয়ে ফেলুন বা রুমাল বা টিস্যু দিয়ে ৩) রাতে ঘুমানোর আগে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন ৪)ব্রন উঠলে হাত লাগানো থেকে বিরত থাকুন ৫) ঘরে ফেইস প্যাক বানাতে চেষ্টা করুন বা, যে কোনো ফেইস প্যাক ইউজ করুন ২ দিন পর পর ৬)মধু/ কাচা দুধ ,বেসন,কফি,এলোভেরা জেল দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন এতে মুখ সফট হবে, টান টান এবং নিয়মিত ব্যাবহারে ব্রাইট হবে । ৭)রোদে বের হতে সানস্ক্রিন লাগিয়ে বের হবেন। ৮) রাতে সিরাম ইউজ করার চেষ্টা করবেন । ৯)মুখের লাবণ্যতা বাড়াতে, হলুদ, চন্দন গুড়ো ব্যবহার করুন। ১০)বেশি করে পানি পান করুন