More
    Homeজাতীয়ঘরোয়া উৎপাদকদের কাছ থেকে ১৩,৭০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়...

    ঘরোয়া উৎপাদকদের কাছ থেকে ১৩,৭০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড় দিল প্রতিরক্ষা মন্ত্রক

    ঘরোয়া উৎপাদকদের কাছ থেকে ১৩,৭০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড় দিল প্রতিরক্ষা মন্ত্রক। আধিকারিকরা জানিয়েছেন, ১১৮ টি অর্জুনএমকে-১এ ট্যাঙ্ক, সশস্ত্র সাঁজোয়া গাড়িতে অত্যাধুনিক সুরক্ষা ও প্রতিরোধকারী ব্যবস্থা সজ্জিত করার মতো ভারতীয সেনার প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

    নয়া ট্যাঙ্কের জন্য ৮,৩৮০ কোটি টাকা খরচ পড়বে। আপাতত সেনার হাতে অর্জুন এমকে-১ ট্যাঙ্ক আছে। অর্জুনএমকে-১এ হতে চলেছে সেটির আধুনিক সংস্করণ। এক আধিকারিক জানিয়েছেন, ১৪ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন-সহ অর্জুনএমকে-১এ ট্যাঙ্কে ৭১ রকমের ব্যবস্থা আরও আধুনিক করা হবে। তার ফলে উল্লেখজনকভাবে ট্যাঙ্কের তীক্ষ্ণতা, গতিশীলতা এবং মোকাবিলা করার ক্ষমতা বাড়বে। তিনি বলেন, ‘নির্দিষ্ট এবং পরিবর্তিত পরিস্থিতিতে দিন এবং রাতে একেবারে নিখুঁতভাবে কাজ করবে ট্যাঙ্কের নিশানা করার ব্যবস্থা।’ সেই সঙ্গে সেনার জন্য ৩,০০০-এর বেশি সশস্ত্র সাঁজোয়া গাড়ির জন্য ৫,৩০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’ জানতে পেরেছে, চলতি বছর অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কাছে সেই বরাত দেওয়া হতে পারে। চুক্তি স্বাক্ষরের ৩০ মাসের মধ্যে পাঁচটি ট্যাঙ্ক হাতে পাবে সেনা। তারপর থেকে প্রতি বছর ৩০ টি ট্যাঙ্ক সরবরাহ করা হবে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments