More
    Homeঅনান্যঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

    ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

    উপায় এক

    যা যা লাগবে-

     

    ১ টেবিল চামচ মধু

    ২ টেবিল চামচ লেবুর রস

    ২ টেবিল চামচ দই

    ২ টেবিল চামচ শসার রস বা শসা পেস্ট

    হাফ কাপ আলুর রস

    সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগযুক্ত এরিয়াতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর এটি ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন এবং পরে হালকা মৃদু গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পদ্ধতি অনুসরণ করুন আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া পর্যন্ত।

     

    উপায় দুই

    যা যা লাগবে-

     

    ১ চা চামচ লেবুর রস

    ১ চা চামচ গোলাপজল

    ফ্রেশ লেবু থেকে রস সংগ্রহ করে গোলাপজল এর সাথে মিশিয়ে আপনার ঘাড়ে হাতের আঙ্গুলের সাহায্যে বা কটন বলের সাহায্যে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন যতক্ষণ না এটি আপনার স্কিনে মিশে যাই। এটি মিশে গেলে কয়েক ঘন্টা রেখে দিয়ে পরে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি লাগিয়ে রাখেন আর পরদিন সকালে ধুয়ে ফেলেন। এটি রেগুলার কিছুদিন ব্যবহার করলেই নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

     

    উপায় তিন

    যা যা লাগবে-

     

    ১ টি লেবুর রস

    ১ বা ২ চিমটি হলুদের গুঁড়া

    একটি লেবুর রস সাথে হলুদের গুঁড়া মিশিয়ে আপনার ঘাড়ের কালো দাগে ১ বা ২ মিনিট ম্যাসাজ করুন এবং ১০ বা ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন। কিছুদিন রেগুলার এটি ব্যবহার করুন ভালো ফলাফল পেতে।

     

    উপায় চার

    যা যা লাগবে-

     

    ২ চা চামচ লেবুর রস

    ২ টেবিল চামচ দুধ

    ১ টেবিল চামচ মধু

    ১ চা চামচ আমন্ড অয়েল

    একটি বাটিতে সব উপাদান নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনার ঘাড়ে হালকা ম্যাসাজ করে ১০ বা ২০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে আপনার ঘাড় ধুয়ে ফেলুন। রেগুলার ব্যবহারে এটি কেবল আপনার ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করবে না বরং আপনার স্কিনের আন ইভেন টোন রিপেয়ার করবে।

     

    উপায় পাঁচ

    যা যা লাগবে-

     

    ২ টেবিল চামচ লেবুর রস

    ১ কাপ ব্লেন্ড করা টমেটো

    এই দুই উপাদান মিশিয়ে আপনার ঘাড়ের কালো অংশে আপ্লাই করে হালকা ম্যাসাজকরে ১৫ বা ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি পরপর কয়েকদিন দিনে দুইবার এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে ভালো ফলাফল পাবেন।

     

    উপরের প্রতিটা পদ্ধতির সব উপাদান ন্যাচারাল ও সহজলভ্য। এতে আপনার স্কিনের কোন ক্ষতি না করেই ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ ও স্কিনের আন-ইভেন টোন রিপেয়ার করবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments