ঘূর্ণিঝড় দানার দাপটে ক্ষতির প্রমাদ গুনছে সর্বত্র। আগাম সতর্ক রেল। সন্ধেতে থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। পরিষেবা বন্ধ রাখা হচ্ছে হাওড়া-শিয়ালদহ ডিভিশনের অনেক শাখায়। শুধু যাত্রীসুরক্ষাই নয়, ট্রেন সুরক্ষাতেও তৎপর রেল। বিপুল ঝড়ের বেগ আটকাতেই দেখা গেল অন্য এক ছবি। ঝড়ের তীব্র গতিতে দাঁড়িয়ে থাকা ট্রেন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই লোহার শিকল দিয়ে বাঁধা হল ট্রেনের চাকা। শালিমার স্টেশনে দেখা যায় এই ছবি। ভারী শিকল দিয়েই ট্রেনের চাকা বেঁধে রাখা হচ্ছে। আগে ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলেও হেল্পলাইন নম্বর চালু হয়েছে। শিয়ালদহের নম্বর—033-23516967 ও হাওড়ার নম্বর- 033-26402241 /2242