ঘূর্ণিঝড় ‘দানা’ কীভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, লাগাতার নজর রেখেছে ইসরোও। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে কীভাবে ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে ধেয়ে আসছে, তার লাইভ ছবি তুলে ধরেছে ইসরো। ISRO-র EOS-06 ও INSAT-3DR স্যাটেলাইট লাগাতার ছবি দেখাচ্ছে। ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবিধি এবং শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও হাতে আসছে আবহাওয়াবিদদের। ‘দানা’র সেই অ্যানিমেটেড ভিডিওই সামনে এনেছে ইসরো।