কানপুরের গ্রিনপার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তা খেলার স্ট্র্যাটেজি। কিন্তু তাতেও চমকে দেওয়া রেকর্ড মনে করালেন রোহিত শর্মা। কারণ, এই মাঠে ঠিক ৬০ বছর পর কোনও অধিনায়ক টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। শেষ পর্যন্ত খেলার ফলাফল ছিল ড্র। কানপুরের গ্রিন পার্কে এর আগে হয়েছে ২৩ টেস্ট।