More
    Homeখবরচরম সাফল্য লাভ ‘লাপাতা লেডিস’-এর, অস্কারের মঞ্চে কিরণের পরিচালিত ছবি

    চরম সাফল্য লাভ ‘লাপাতা লেডিস’-এর, অস্কারের মঞ্চে কিরণের পরিচালিত ছবি

    অবশেষে স্বপ্নপূরণ হল কিরণ রাও-এর। বক্সঅফিসে দুর্দান্ত সাফল্যলাভ করে এবার অস্কার মঞ্চে পৌঁছে গেলো কিরণ রাও-এর পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ছবির ট্রেলার বেরোনোর পর থেকেই উত্তেজনা ছড়িয়েছিল দর্শকদের মনে। প্রথমে ওটিটি অর্থাৎ নেটফ্লিক্স-এ ছবিটি মুক্তি পায় এবং তারপরে সিনেমা হলে ছবিটি মুক্তি পেলে তা চরম সাফল্য লাভ করে। স্পেশাল স্ক্রিনিং হিসেবে ছবিটি সুপ্রিম কোর্টেও দেখানো হয়েছিল। সামাজিক পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি অস্কারের জন্য মনোনীত হতে পারে, এমনটা আগেই মনে করেছিলেন পরিচালক। তবে এবার স্বপ্নপূরণ হল।

     

    এবার পালা বিদেশের মঞ্চের। ২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে প্রথম ছবি হিসাবে নাম ঘোষিত হয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। মোট ২৯টা ছবির মধ্যে সেরার সেরা হিসাবে জায়গা পেল কিরণের এই ছবি। সেই তালিকায় রয়েছে রণবীর কাপুরে ‘অ্যানিম্যাল’ ও ‘আত্তম’। সোমবার সিলেকশন কমিটির তরফে ছবির নাম ঘোষণা করা হয়েছে। প্রতিবারের মতো ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে। সেই নামই প্রকাশ্যে এল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments