প্রত্যেক ১২ বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ। হিন্দু মতে, এই পুণ্যস্নান যাত্রা সকলকে পাপ থেকে মুক্তি দেয়। এই বছর কুম্ভস্নানে প্রায় ৬৩ কোটি মানুষ উপস্থিত হয়েছিলেন। তারকা থেকে সাধারণ মানুষ, কেউই এই পুণ্যলাভের সুযোগ হাতছাড়া করতে চাননি।
প্রায় প্রত্যেক দিনই কুম্ভ থেকে নতুন নতুন খবর মানুষের কানে এসে পৌঁছাচ্ছে। সুখবর হোক বা দুঃসংবাদ। কানে আসছে মানুষের পদপিষ্ট হওয়ার মর্মান্তিক খবর, কেউ আবার খুব সুখ্যাতি পেয়ে ভাইরাল হয়ে যাচ্ছেন। সেই চর্চিত মহাকুম্ভের থেকেই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
দেখা যাচ্ছে, এক মহিলা প্রয়াগরাজে পুণ্যস্নানে অংশ নিতে উপস্থিত হয়েছেন। হাতে স্মার্টফোন নিয়ে গঙ্গায় ডুব দিতে নামেন মহিলা, ফোনে দেখা যাচ্ছে, ভিডিও কলে তাঁর স্বামী। অন্য দিকে দাঁড়িয়ে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন কোনও ব্যক্তি। মোবাইলে ভিডিও কলে স্বামীকে সাক্ষী রেখে কুম্ভস্নান সারলেন তিনি। শুধু তা-ই নয়, স্বামীও যাতে পুণ্যলাভ করতে পারেন, সেই আশায় অত্যাশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেললেন মহিলা। স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা মোবাইলটিকে জলে ডোবাতে থাকেন মহিলা।
এই পুণ্যযাত্রীর এহেনও আচরন দেখে তোলপাড় নেটদুনিয়া। কারও মতে, এ শুধুই পাগলামি ছাড়া কিছুই নয়। অপরদিকে কারও মতে, এটি তাঁর স্বামীর প্রতি ভালবাসার নিদর্শন এবং সরলতা।