চলচ্চিত্রে অনবদ্য অবদান, ‘মহাগুরু’র ঝুলিতে এল অনন্য স্বীকৃতি! দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। আগামী ৮ অক্টোবর ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন বর্ষীয়ান এই বঙ্গ অভিনেতা। প্রবাদপ্রতিম নির্মাতা মৃণাল সেনের হাত ধরেই ভারতীয় সিনেমায় হাতেখড়ি। দীর্ঘদিনের ক্যারিয়ারে ব্যাক টু ব্যাক হিট ছবি। কখনও কি মনে হয় এই সম্মানটি পেতে দেরি হয়ে গেল কিছুটা? প্রশ্ন আসতেই কিছুটা হেসেই উত্তর দিলেন তিনি। জানালেন, ‘আমি এই সম্পর্কে বেশি কিছু বললে হয়তো বিতর্কের সৃষ্টি হবে। কিন্তু আমার মনে হয় না একটুও দেরি হয়েছে। যেই সময়ে পাওয়ার কথা ছিল, আমি সেই সময়েই পুরস্কারটা পাচ্ছি।’ উল্লেখ্য, চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি।