রবিবার ‘আইফা অ্যাওয়ার্ড’ ২০২৫ সালের অনুষ্ঠানটি জয়পুরে আয়োজিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। শনিবার ডিজিটাল অ্যাওয়ার্ডসের পর রবিবার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
কাদের মাথায় উঠল জয়ের মুকুট। পরিচালক কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিস’ ১০ টি পুরষ্কার পেয়েছে। কাকে হারিয়ে কে পেল আইফা অ্যাওয়ার্ড, দেখুন বিজয়ীদের তালিকা।
* সেরা ছবি- লাপাতা লেডিস
* মুখ্য ভূমিকায় সেরা অভিনেতা- ভুল ভুলাইয়া ৩ থেকে কার্তিক আরিয়ান
*সেরা অভিনেত্রী- লাপাতা লেডিস থেকে নিতাংশী গোয়েল
*সেরা পরিচালক- কিরণ রাও- লাপাতা লেডিস
* সেরা অভিনেতা (খলনায়ক)- রাঘব জুয়াল (কিল)
* সেরা সহযোগী অভিনেত্রী- জানকী বোডিওয়ালা (শয়তান)
* সেরা সহযোগী অভিনেতা- রবি কিষাণ (লাপাতা লেডিস)
* সেরা গল্প- লাপাতা লেডিস (বিপ্লব গোস্বামী)
* সেরা লিরিক্স- লাপাতা লেডিস থেকে প্রশান্ত পাণ্ডে
*সেরা গায়ক- জুবিন নটিয়াল- আর্টিক্যাল ৩৭০’ ছবির ‘দুয়া’
* সেরা গায়িকা- ভুল ভুলাইয়া ৩ থেকে শ্রেয়া ঘোষাল
* সেরা সাউন্ড ডিজাইন- কিল থেকে সুভাষ সাহু, বলয় কুমার দোলোই, রাহুল কার্পে
* সেরা চিত্রনাট্য- লাপাতা লেডিস- স্নেহা দেশাই
* সেরা ডায়লগ- আদিত্য ধর, অর্জুন ধাওয়ান, মোনাল ঠাকার ও পরিচালক আদিত্য সুহাস জাম্ভালে
* সেরা সম্পাদনা- লাপাতা লেডিস থেকে জাবীন মার্চেন্ট
* সেরা সিনেমাট্রোগ্রাফি- কিল থেকে রাফি মাহমুদ
* সেরা নৃত্য পরিচালনা- ব্যাড নিউজ’ ছবির ‘তওবা তওবা’ গান থেকে বোসকো-কিজার জুটি
* সেরা ভিজ্যুয়াল এফেক্টস – ভুল ভুলাইয়া ৩ –এর জন্য রেড চিলিজ ভিএফএক্স
* ভারতীয় চলচ্চিত্রে অসামান্য কৃতিত্ব – রাকেশ রোশন