Monday, March 27, 2023
Homeসিনে দুনিয়াচলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান-নাতাশা দালাল

চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান-নাতাশা দালাল

এ বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কুলি নম্বর ১ তথা বরুণ ধাওয়ান। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে চলতি মাসেই বরুণ-নাতাশার চারহাত এক হতে চলেছে।

সূত্রের খবর, বরুণ এর মধ্যে আলিবাগে গিয়ে নিজের বিয়ের জন্য পাঁচতারা হোটেল বুক করে এসেছেন। করোনা ভাইরাস মহামারির কারণে অতিথিদের তালিকয় কাঁটছাঁট করা হয়েছে। কিন্তু আলিবাগেই বিয়ে হচ্ছে এ খবর নিশ্চিত। সূত্রের খবর, ‘‌এই বিয়েটা একেবারে বিগ, ফ্যাট পাঞ্জাবি বিয়ের মতোই হবে তবে সীমিত সংখ্যক অতিথি নিয়ে। আলিবাগে ধাওয়ানের পক্ষ থেকে ২০০ জন অতিথি বিয়েতে আসবেন বলে স্থির হয়েছে।’

এর আগে বরুণ দাওয়ানের বিয়ের রিপোর্ট নিয়ে বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ান বলেছিলেন, ‘‌আমি জানি সকলেই অধীর আগ্রহে বরুণের বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। আমিও তাই। বরুণ বিয়ে করলে আমার পরিবারের সকলেই খুশি হবে। বিয়ে হবে খুব ধুমধাম করে। কিন্তু বিয়ের দিনক্ষণ বা জায়গা এখনও ঠিক করা হয়নি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments