“চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’-এর পর এটাই প্রথম…”, বক্সঅফিসে একপ্রকার রাজত্ব চালাচ্ছেন যেন ‘রাজার রাজা’ দেব। প্রতিদিনই যেন নতুন রেকর্ডে পথে ‘খাদান’। আপ্লুত দেব কী লিখলেন সমাজমাধ্যমে? প্রসঙ্গত, ইতিমধ্যেই কোটির গণ্ডিতে পা দিয়েছে সুজিত দত্তের ছবি। দেব এবং যিশুকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। ঠিক এমনই প্রতিক্রিয়া দেব পেয়েছিলেন ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর সময়। সমাজমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা লেখেন, “দর্শকদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা আমার কাছে নেই… ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’-এর পর এই রকম প্রতিক্রিয়া একমাত্র ‘খাদান’ পাচ্ছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন বেশি, দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিন আরও বেশি…. প্রত্যেকটা দিনে নতুন রেকর্ড হচ্ছে। এই আবেগ শব্দে কীভাবে প্রকাশ করব আমি জানি না….দর্শক খুশি, তো আমি খুশি। সবাইকে ধন্যবাদ। ভালোবাসা রইল। শুধু আমি না, ‘খাদান’ বাংলা সিনেমাকেও ফেরাল।”