Tuesday, May 30, 2023
HomeUncategorizedচাকরি খুঁজছেন ঋত্বিক চক্রবর্তী, নিজেই পোস্ট করলেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায়!

চাকরি খুঁজছেন ঋত্বিক চক্রবর্তী, নিজেই পোস্ট করলেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায়!

 

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী চাকরি খুঁজতে গিয়েই পড়েছেন গোলকধাঁধার মধ্যে। কিন্তু হঠাৎ তার এমন কাজ করার কারণ কী? পরে জানা গেল এটা তার বাস্তব জীবনের ঘটনা নয়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি “একটু সরে বসুন” এর চিত্রনাট্য।

 

এই ছবিটি বনফুলের ছোট গল্প অবলম্বনে তৈরি মূলত কমেডি। এই ছবিটিতে গ্রাম থেকে একটি ছেলে চাকরি খুঁজতে এসে গোলকধাঁধায় পাক খাওয়ার গল্প হল “একটু সরে বসুন”। কলকাতার নানান জায়গায় এই ছবির শুটিং চলছে এই ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে।

 

আবার এই ছবিটিতে অনেকদিন পর দেখা যাবে পাওলি দাম কেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments