সাকিব আল হাসানের ওপর চাপ যে বাড়ছিলই তা ঘটনাক্রমেই বোঝা যাচ্ছিল। তার প্রভাব পড়ছিল ক্রিকেট কেরিয়ারেও। সেই চাপমুক্তির জন্যই টেস্ট ক্রিকেটকেই তড়িঘড়ি বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার। শুধু টেস্ট ক্রিকেটই নয়, সেইসঙ্গে টি২০ ক্রিকেটকেও বিদায় জানালেন তিনি। সাকিব অবসর নেওয়ার প্রসঙ্গে নিজেই স্বীকার করেছেন, ‘পুরোপুরি আলাদা ছবি এখন। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। কঠিন, খুবই কঠিন। আমি কীভাবে ফোকাস ঠিক রাখছি, এটা আল্লাহই জানেন।’ ভারতের বিরুদ্ধে কানপুর টেস্ট নয়, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠ মীরপুরে টেস্ট খেলে ব্যাট তুলে রাখতে চান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেই টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। গত ১৭ বছর ধরে দেশকে টানা সার্ভিস দিয়ে যাওয়া সাকিব বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সেই কারণে ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চাই।’ টেস্টে অবসরের পাশাপাশি টি২০ ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে তিনি শেষবারের মতো টি২০ খেলে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে।