চার ম্যাচেও একটাও ম্যাচে জয় নেই। পয়েন্ট শূন্য। তালিকায় তলানিতে। তবু মনোবলে চাঙ্গা দেখাতে চাইল ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজো আসেননি এখনও, বিনো জর্জের তত্বাবধানে ডার্বি দিয়েই খাতা খুলতে চায় এবার ইস্টবেঙ্গল। লাল হলুদের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ মুখে বললেন, ‘আমাদের কোনও চাপ নেই, চাপ হয়তো মোহনবাগানের আছে। ওদের কলকাতা লিগেও হারিয়েছি। আগের বার সুপার কাপেও হারিয়েছি। আমাদের এবার ভাল টিম হয়েছে। ওদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি।’ লাল হলুদ খেলোয়াড় সল ক্রেসপো সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, ‘অতীতে কী হয়েছে তা মনে রাখতে চাই না। আমাদের এই ম্যাচে মন দিতে হবে। তিন পয়েন্ট চাই আমাদের।’ মোহনবাগানের প্রাক্তন দুই অস্ত্রেই ঘায়েল করতে চাইছে ইস্টবেঙ্গল। একজন হেক্টর ইউস্তে, অন্যজন আনোয়ার আলি। দু’জন এবার বাগানের কাঁটা হন কিনা তাই দেখার। গোটা দলই ফিট, চাঙ্গাও, একমাত্র মহেশ ছাড়া। পরিবেশ থমথমে হলেও, দিয়ামানতাকোস-ক্লেটনরা এই ম্যাচে মশাল জ্বালাতে প্রস্তুত।