সারদা-মামলায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে এরমধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আইকোর মামলাতেও তদন্তের নড়েচড়ে বসল সিবিআই। আইকোর মামলার এবার তৃণমূলের সবং কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। অন্যদিকে সারদা মামলায় ১৫ই মার্চের মধ্যে শিল্পী শুভাপ্রসন্নকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।
একগুচ্ছ চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যার মধ্যে অন্যতম আইকোর। বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে চিটফান্ড সংস্থাগুলোর বিরুদ্ধে। আইকোর মামলার তদন্তে নেমে সবং-য়ের তৃণমূলের প্রার্থীর বেশ কয়েকটি ভিডিও পান তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া সেইসব ভিডিওতে মানস ভুঁইয়াকে এই চিটফান্ড সংস্থার সপক্ষে কথা বলতে দেখা যাচ্ছে। আর সেই কারনেই মানস ভুঁইয়াকে জেরা করতে চায় সিবিআই। কেন আইকোরের সপক্ষে কথা তিনি? সে বিষয়ে জানতেই আগামী সপ্তাহে মানসবাবুকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।
তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব প্রসঙ্গে এখনও মুখ খোলেননি মানস ভুঁইয়া।
তৃণমূলের দাবি, ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই তলব। প্রচার আটকাতে ষড়যন্ত্র করে প্রার্থীদের ডেকে হেনস্তা করছে সিবিআই।