More
    Homeখবরচিনের আক্রমণ রুখতে লাদাখে নয়া ডিভিশন খুলছে ভারতীয় সেনাবাহিনী

    চিনের আক্রমণ রুখতে লাদাখে নয়া ডিভিশন খুলছে ভারতীয় সেনাবাহিনী

    চিনা হুমকির থেকে দেশকে রক্ষা করতে নতুন পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী। চিনের হামলা থেকে আটকাতে পূর্ব লাদাখে চিন সীমান্তে নতুন প্রাচীর প্রস্তুত করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এই ডিভিশনের নাম দেওয়া হয়েছে, ‘72 ডিভিশন’। যা স্থায়ীভাবে LAC-তে মোতায়েন থাকবে। যা সমগ্র লাদাখ-কে রক্ষা করবে। সেনাবাহিনীর বিদ্যমান তিনটি ডিভিশনের পাশাপাশি একটি নতুন ডিভিশনও গঠন করা হয়েছে। এটি ভিন দেশের কবল থেকে ভারতকে রক্ষা করতে নতুন প্রয়াস ভারতীয় সেনাবাহিনীর। সেনাবাহিনীর যেকোনও ডিভিশনে একজন মেজর জেনারেল থাকেন। এবং তাঁর নেতৃত্বে ১৫ হাজার সৈন্য থাকে। পাশাপাশি তিন থেকে চারটি ব্রিগেড থাকে। যার নেতৃত্বে থাকেন একজন ব্রিগেডিয়ার।

     

     

     

     

     

    ইতিমধ্যেই পূর্ব লাদাখে ৭২ ডিভিশনের অধীনে একটি ব্রিগেড সদর দফতর খোলা হয়েছে। এখান থেকে কাজও শুরু হয়েছে। ১৪তম ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের অধীনে লাদাখে ৭২ ডিভিশন মোতায়েন করা হবে। বর্তমানে, এই এলাকায় টহল দিচ্ছে কাউন্টার-ইনসার্জেন্সি ইউনিট ইউনিফর্ম ফোর, তাঁদের শীঘ্রই ৭২ ডিভিশনের কাছে হস্তান্তর করা হবে। জানিয়ে রাখি, বর্তমানে লাদাখের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এমন স্থায়ী ডিভিশন মোতায়েন, নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত ভারতীয় সেনার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments