More
  HomeUncategorizedচুপিসারেই হয়ে গেল আংটি বদল—সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি ভাগ করে নিলেন পরিনীতি...

  চুপিসারেই হয়ে গেল আংটি বদল—সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি ভাগ করে নিলেন পরিনীতি ও রাঘব! 

   

   

  সব জল্পনার অবসান ঘটলো অবশেষে। আন্টি বদল হলো অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আদমি পার্টির নেতা রাঘব চড্ডার। দিল্লিতে আত্মপরিজন ও বন্ধু বান্ধবকে সাক্ষী রেখে ই একে অপরকে আংটি পড়ালেন দুই তারকা। বহু বছরের প্রেমের জল্পনা চলছিল। হাজার প্রশ্ন করলে কোন মন্তব্য করেননি এই চর্চিত যুগল।

   

  এতদিনে পরিণতি পেল পরিনীতির প্রেম। সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যুগলের পরনে সাদা পোশাক এবং আঙুলে এনগেজমেন্ট রিং। একে অপরের সান্নিধ্য পেয়ে তারা যে কতটা খুশি তা স্পষ্ট এই ছবিতেই। জনসম্মুখে একাধিকবার দেখা মিললে নিজেদের প্রেম নিয়ে কোন মন্তব্য করেননি, পরিণতি ও রাঘব।

   

  রেস্তোরাঁ থেকে বিমানবন্দর সর্বত্রই একসঙ্গে দেখা গেছে তাদের। ব্যক্তিগত ভাবে নিজেদের সম্পর্ক উদযাপন করলেও অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ছবি ভাগ করে নিলেন দুজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও মনিশ মালহোত্রার মত পরিচিত মুখের।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments