চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক মহিলা l রবিবার দুপুরে ফালাকাটার ৯ নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর চন্দন বসাকের বাড়িতে ভাড়া থাকে শেফালী দে l দুপুরে একাই বাড়িতে কম্পিউটারে বসে কাজ করছিলেন সে সময় হঠাৎই তার ঘরে একটি কালো বড় ছায়া দেখতে পেয়ে তিনি চমকে ওঠেন, দেখেন কেউ একজন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে।এরপর তিনি চোর চোর করে চিৎকার করলে এলাকাবাসীরা সেই মহিলাকে ধরে ফেলে l এবং চুরি যাওয়া ব্যাগের বেশ কয়েক হাজার টাকা উদ্ধার করে এলাকাবাসীরা। এরপর সন্দেহভাজন সেই চোর মহিলাকে ফালাকাটা থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা l ধৃত মহিলা জানায় তার বাড়ি মাদারিহাট এর রবীন্দ্রনগরে, নাম লাভলি বর্মন l তবে এলাকাবাসীরা জানায় এই মহিলার নাম ও ঠিকানা ভুল বলছে l ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ l