চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ, মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি ঠাকুর। সদ্য বারাণসিতে শো করতে গিয়েছিলেন গায়িকা। আর সেখানেই আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন তিনি। মাঝপথে শো ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন মোনালি। যার কারণে শ্রোতাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ঠিক কী ঘটেছিল সেই দিন? মোনালি ঠাকুরের অভিযোগ মঞ্চের দুরবস্থার কারণে অনুষ্ঠান চলাকালীন চোটও লাগতে পারত তাঁর এবং অন্যান্য সহকর্মীদের। হতাশা প্রকাশ করে গায়িকা বলেন, “আমি আর আমার টিম এখানে অনুষ্ঠান করার জন্য খুব উচ্ছ্বসিত ছিলাম। আয়োজনের কথা ছেড়েই দিলাম। চূড়ান্ত দুরবস্থা এখানে। আর এর জন্য আয়োজকরাই দায়ী।” তিনি আরও যোগ করেন, “অনেকবার বলেছিলাম, আমার পায়ে চোট লাগতে পারে। আমার সঙ্গে যে নৃত্যশিল্পীরা এসেছিলেন, তারাও আমাকে শান্ত করার চেষ্টা করেছেন অনেকবার। কিন্তু তবুও আমরা চেষ্টা করে চলেছিলাম।”