একই হোটেলের ৮৫ জন কর্মী কোভিড পজিটিভ। ঘটনাটি ঘটেছে তামিল নাড়ুর চেন্নাইয়ের বিলাসবহুল আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে। গ্রেটার চেন্নাই কর্পোরেশন বা জিসিসি জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর থেকে ওই হোটেলের কর্মীদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর মিলতে শুরু করেছিল। শুধু ৩১ ডিসেম্বরই ১৬ জন এবং পয়লা জানুয়ারিতে ১৩ জন কর্মী কোভিড পজিটিভ ধরা পড়েছিলেন। এখনও পর্যন্ত ওই হোটেলের ৬০৯ জন কর্মীর কোভিড পরীক্ষা করিয়েছে জিসিসি। তাঁদের মধ্যেই ৮৫ জন কোভিড পজিটিভ ধরা পড়েছেন। তাঁদের সবারই সামান্য উপসর্গ রয়েছে। ফলে তাঁদের সবাইকে বাড়িতে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই হোটেলের সব গ্রাহকদেরও কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন তামিল নাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণন। হোটেল কর্তৃপক্ষ নিজেদের সাফাইয়ে বলেছে তাদের রিসেপশন-হলে সবরকম কোভিড বিধি মেনেই জমায়েত হয়েছিল। এবং ৫০ শতাংশের বেশি লোকের অনুমতি দেয়নি তারা। আইটিসি হোটেলের ওই ঘটনার পরই ক্ষুব্ধ জিসিসি কড়া নির্দেশ দিয়েছে, শহরের সব কটি বিলাসবহুল হোটেলের সব কর্মীদের কোভিড পরীক্ষার। এর আগে চেন্নাইয়েই আইআইটি-মাদ্রাজে গত ডিসেম্বরের শুরুতে প্রতিষ্ঠানে একসঙ্গে অনেকে শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিল।