চেন্নাই ম্যাচে জয়, তারপর থেকে দলটার শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। শেষে হারের হ্যাটট্রিক। দল হেরেছে, চাপে পড়েছেন আন্দ্রে চের্নিশভ। তাই মিনি ডার্বিতে যে করেই হোক পয়েন্ট পেতে চাইছে সাদা কালো শিবির। চের্নিশভ বলেন, ‘আমরা প্রথম তিন ম্যাচে ভাল খেলেছিলাম। এখন আর সেই কথা কেউ বলে না। এটাই ফুটবল। আমাদের মেনে নিতে হবে।’ রাশিয়ান কোচ আরও বলেন, ‘হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স একদম ভাল হয়নি। তবে সেই ম্যাচের পর আমরা যে দীর্ঘ ছুটি পেয়েছি, তাতে আমরা অনেক কিছু নিয়ে প্রচুর কাজ করেছি। নিজেদের খেলায় পরিবর্তন এনেছি। ছেলেরা ভাল ফুটবল খেলতে চায়, দেখাতে চায় ওরা জিততে পারে, ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’ প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নিয়ে বলেন, ‘ইস্টবেঙ্গল বড় ক্লাব। আইএসএলে ভাল খেলতে না পারলেও এএফসির সাফল্য ওদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের তৈরি থাকতে হবে। ফুটবলারদের মানসিকতা বদলাতে হবে।’