More
    Homeখবরচেস অলিম্পিয়াডে জোড়া সোনা

    চেস অলিম্পিয়াডে জোড়া সোনা

    চেস অলিম্পিয়াডে জোড়া সোনা। ইতিহাস সৃষ্টি ভারতের। তাতেই ট্রফি হাতে দাবাড়ুরা আরও একবার ফেরালেন রোহিত শর্মার ‘রোবোটিক’ সেলিব্রেশন স্টাইল। ফুটবল বিশ্বকাপ জয়ের পর মেসি থেকে ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার সেলিব্রেশন এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডেই তাল মেলালেন ভারতের পুরুষ ও মহিলা চ্যাম্পিয়ন দাবাড়ুরা। জয়ের পর দু’দলই জাতীয় পতাকা হাতে পোডিয়ামে অপেক্ষা করে। এরপরই ট্রফি নিয়ে ভারতের দাবাড়ু ডি গুকেশ ও তানিয়া সচদেব দলের হয়ে ট্রফি নিয়ে আসেন রোবোটিক স্টাইলেই। তারপরই একসঙ্গে হয় সেলিব্রেশন। জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দাবাড়ু ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং আর প্রজ্ঞানন্দ। বুদাপেস্টে ৪৫তম ওপেন চেস ক্যাটাগরিতে দু’বিভাগেই সোনা পায় ভারত। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments