More
    Homeঅনান্যচোখের নিচে ডার্ক সার্কেল দূর করুন ৪টি সহজ উপায়ে!

    চোখের নিচে ডার্ক সার্কেল দূর করুন ৪টি সহজ উপায়ে!

    চোখের নিচে ডার্ক সার্কেল দূর করার ৪টি সহজ উপায়

    ১) সঠিক আন্ডার আই ক্রিম বেছে নিন

    আমাদের চোখের নিচে কালো দাগ পড়ার অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন গ্রহণ না করা। ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ থেকে শুরু করে বয়সের ছাপ, এমন কি চোখে ফোলা ফোলা ভাবও দেখা দিতে পারে। শরীরের অন্যান্য জায়গার তুলনায় চোখের জায়গাটি অত্যন্ত সংবেদনশীল। তাই চোখের এই এরিয়াতে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আমাদের সতর্ক থাকতে হয়। রেগুলার ক্রিম বা ময়েশ্চারাইজার এই অংশে ব্যবহার করলে সমস্যা দূর হবে না। মার্কেটে বিশেষ ধরণের ক্রিম পাওয়া যায় যা আই ক্রিম হিসেবে পরিচিত। চোখের নিচের সংবেদনশীল ত্বকের যত্নে বিশেষভাবে কাজ করে এই ক্রিমগুলো। এতে থাকে অ্যান্টি-অক্সিডেন্টস, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, ভিটামিন-সি, ভিটামিন-এ, আয়রন ও খনিজ পদার্থ, যা ডার্ক সার্কেল দূর করতে দারুণভাবে কাজ করে।

     

    আন্ডার আই ক্রিম

     

    ২) ব্যবহার করুন ভিটামিন-ই যুক্ত তেল

    চোখের নিচে কালো দাগ দূর করতে বহুকাল ধরে তেলের ব্যবহার হয়ে আসছে। আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, এজিং সাইন আসতে শুরু করে, তাহলে যেসব তেলে ভিটামিন-ই রয়েছে ঐ প্রোডাক্টগুলো বাছাই করতে চেষ্টা করুন। তেল দিয়ে আই এরিয়াতে ম্যাসাজ করার ফলে ত্বকের নিচে ব্লাড সার্কুলেশন যেমন ইম্প্রুভ হয়, পাশাপাশি ত্বকের মসৃণতাও বেড়ে যায়। চেষ্টা করুন মার্কেট থেকে ভালো মানের নারিকেল তেল, আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েল কিনে নিতে। সাধারণত এ সকল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা চোখের নিচের কালো দাগ দূর করতে ভালো কাজ করে।

    ৩) তৈলাক্ত ত্বকের বন্ধু আন্ডার আই জেল

    যাদের স্কিন টাইপ অয়েলি, সহজে তারা যেকোনো প্রোডাক্টস ব্যবহার করতে চান না। স্কিন অয়েলি হয়ে যায়, ব্রণের সমস্যা বেড়ে যায়, ফেইস স্টিকি লাগছে এমন নানা কমপ্লেইন করে থাকেন। এমন স্কিন টাইপ যাদের, তারা আই জেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আই ক্রিম বা জেল কিনতে। দাম একটু বেশি হলেও স্কিনের সাথে কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ করা যাবে না। ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি এটি চোখের নিচের ফোলা ভাব কমাতেও সাহায্য করে।

     

    চোখের নিচে ডার্ক সার্কেল

     

    ৪) ব্যস্ততায় সহজ সমাধান আন্ডার আই প্যাচ

    “আই প্যাচ” এই দুটি শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। আবার অনেকেই শুনছেন প্রথমবারের মত। যারা একবার এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন, আশা রাখি তারা জেনে গিয়েছেন এর গুনাগুণ সম্পর্কে। মার্কেট থেকে কোন প্রোডাক্টটি কিনে ব্যবহার করলে ভালো ফল পাবো, তা জানি না বলেই অনেকেই বেছে নেই ঘরোয়া পদ্ধতি। কিন্তু ব্যস্ত জীবনে এত সময় করে ওঠা কঠিনই বটে। চিন্তার কোন কারণ নেই! আপনার ব্যস্ত জীবনের ভরসা হতে পারে আন্ডার আই প্যাচ। এক্ষেত্রেও অবশ্যই ভালো ব্র্যান্ডের আই প্যাচ বাছাই করতে চেষ্টা করবেন।

     

    প্রোডাক্টস কেনার সাথে সাথেই সমস্যার সমাধান চাওয়াটা আমাদের কমন একটি ভুল। মনে রাখতে হবে, শুধু মাত্র দামী প্রোডাক্টস ব্যবহার করলেই হবে না, পাশাপাশি পরিবর্তন আনতে হবে আমাদের ডেইলি রুটিনেও। অযথা দুশ্চিন্তা না করা, সময়মত ঘুমিয়ে পড়া, খাবারের অভ্যাসে ব্যালেন্স রাখা এগুলো ঠিকমতো মেনটেইন করাও অত্যন্ত জরুরী।

    Previous article
    ‘আমি হাসপাতালে ভর্তি নই। শ্বাসকষ্ট নেই আমার।’ শারীরিক অসুস্থতাকে ঘিরে গুজব উড়িয়ে দিলেন মোনালি ঠাকুর। মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। আর তারপরেই খবর ছড়িয়েছিল মঞ্চে গাইতে গাইতেই নাকি অসুস্থ বোধ করায় মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। এমনকি এও শোনা গিয়েছিল শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে গায়িকাকে। খবরে গোটা নেট্মাধ্যম সরগরম হতেই মুখ খুললেন মোনালি। নিজেই লিখলেন, ‘আমি মোটেই হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনও শ্বাসকষ্টও হয়নি। কোনও ভিত্তিহীন খবরে কান দেবেন না।’ এমনকি গায়িকার শ্বাসকষ্ট হওয়ার ঘটনাকে ঘিরে যে উদ্বেগ ছড়িয়েছিল, তার ভিত্তিতেও তিনি লেখেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে, আমি মোটেই শ্বাসকষ্টে ভুগছি না। আর কোনও হাসপাতালেও ভর্তি ছিলাম না। এগুলো মিথ্যে রটনা।’ তাহলে কী হয়েছিল সেইদিন? মোনালি জানান, ‘আসলে ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম।’
    Next article
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments