চোখের পাতায় আটকে একটি মাত্র পাতা। নতুন করে বেঁচে থাকার দিন কুড়িয়ে পেলেন যেন অভিনেত্রী হিনা খান। ঠিক যেন তাঁর মতোই একাকী যোদ্ধা মতো দিনশেষে শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। এইমুহূর্তে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। প্রতিমুহূর্তেই নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন তিনি। তবে হার মানার পাত্রী নন তিনিও। এই শেষ চোখের পাতাটাই অভিনেত্রীর শক্তির উৎস। সমাজমাধ্যমের পাতায় এই ছবি পোস্ট করে হিনা লেখেন, ‘জানতে চান এইমুহূর্তে আমার শক্তির উৎস কী? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা— উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ সুন্দর অক্ষিপক্ষ। বর্তমানে এই একটি পাতাই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একাই লড়ে চলেছে আমার সঙ্গে থেকে।’