স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।অর্জুন এর কাছে দীপা ও উর্মি এসেছে অর্জুন জানায় মিশকার এই ডেলিভারিটা সেই বাইরে থেকে বসে ভিডিও কলে সাহায্য করেছিল। তবে অর্জুন দীপাকে সাহায্য করতে চাইলে দীপা জানিয়ে দেয় এই লড়াইটা তার একার সে একাই লড়বে। এতে বাচ্চাটার কোন দোষ নেই।
দীপাকে সূর্য জিজ্ঞাসা করছিল কি করে ওই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যায় তখন দীপা তাকে জানায় এই সব কিছু থেকে যদি সে দূরে চলে যেতে পারে, তাহলেই একমাত্র সে মুক্তি পেতে পারে। দীপা তো তৈরি তার ডাক্তারবাবুর সঙ্গে দূরে চলে যেতে। সূর্য কি যেতে পারবে?
দীপা বারে বারি জানিয়েছে এই লড়াইটা সম্পূর্ণ তার একার সে একাই লড়তে চায়। কিন্তু তার দুই শশুর জানায় তারা সবসময় তার পাশে আছে। দীপা কি তারই লড়াইয়ে অর্জুনকে পাশে পাবে?