বয়স হয়েছিল ৮৯, চোখ বুজলেন ‘হ্যারি পটার’ সিরিজের দুর্ধর্ষ প্রফেসর ম্যাক ম্যাকগোনাগল। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথের প্রয়াণের খবরে মন ভেঙেছে অগুন্তি ‘হ্যারি পটার’-প্রেমীদের। ব্রিটিশ সংবাদমাধ্যমকে স্মিথের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দুই ছেলে টবি স্টিফেন্স ও ক্রিস লারকিন। শুক্রবার,২৭ সেপ্টেম্বর লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী।