এমনিতেই বক্সিং ডে টেস্ট ঘিরে চোট-আঘাত সামলে তৈরি হয়ে আছে রোহিত ব্রিগেড চড়েছে। তারওপর সত্যি সত্যিই মেলবোর্নে গরমকে মোকাবিলা করতে হবে টিম ইন্ডিয়াকে। প্রথম দিন নাকি তাপমাত্রা ৩৯-৪২ ডিগ্রি হতে পারে। চোট-আঘাত সামলে তৈরি হয়ে আছে রোহিত ব্রিগেড। পিচ নিয়ে ধোঁকা খেতে রাজি নন ভারতীয় ক্যাপ্টেন। তাই সাংবাদিক সম্মেলনে দুই স্পিনারের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। রবীন্দ্র জাদেজার পাশাপাশি খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর।রোহিত বলেছেন, ‘বুধবার উইকেট দেখিনি। তবে চরিত্র বুঝে সেরা এগারোই খেলানো হবে। হয়ত এক জন অতিরিক্ত স্পিনারও খেলাতে পারি।’ তবে সবচেয়ে বেশি আগ্রহ রোহিত শর্মা নিজে কী করবেন তা নিয়ে। মিডল অর্ডারে ব্যর্থ হয়ে এই ম্যাচে ওপেনিংয়ে ফিরবেন বলেই শোনা যাচ্ছে। তা যদি হয়, তাহলে ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন।তবে তা নিয়ে সাংবাদিক সম্মেলনে কোনও ইঙ্গিতই দেননি তিনি।