More
    Homeখবরচোরাপথে বাজারে ঢুকছে চিনা রসুন,গ্রেপ্তার গোডাউনের ম্যানেজার

    চোরাপথে বাজারে ঢুকছে চিনা রসুন,গ্রেপ্তার গোডাউনের ম্যানেজার

    বাজারে ছেয়ে গেছে ক্ষতিকারক চিনা রসুন।নিজের অজান্তেই আমজনতা কিনে নিয়ে যাচ্ছে এই রসুন। যা ব্যবহারে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।সূত্রে খবর এ দিন হাওড়ার গুদাম থেকে কয়েক লক্ষ টাকার চিনা রসুন উদ্ধার করল সাঁকরাইল থানার পুলিশ।ওই গুদাম থেকে ২৫৪ ব্যাগ চিনা রসুন বাজেয়াপ্ত করেছে পুলিশ।গ্রেপ্তার করা হয়েছে গোডাউনের ম্যানেজার উপেন্দ্র যাদবকে।একইসঙ্গে গুদামের মালিক অরবিন্দ জয়সওয়ালের খোঁজ করছে পুলিশ।হিমাচলপ্রদেশ কখনও উত্তর-পূর্ব ভারত থেকে এই চিনা রসুন নিয়ে আসা হত।হাওড়া, কলকাতা-সহ শহরতলির বিভিন্ন বাজারে এই রসুন ছেয়ে গেছে ।

    শহরের ছোট-বড় বাজারগুলোতে যেভাবে চিনা রসুন ছেয়ে পড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসনিক কর্তারা। মিথাইল ব্রোমাইড নামের এক ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার ফলে ২০১৪ সালে চিনা রসুন আমদানি বন্ধ করে ভারত সরকার। নিষেধাজ্ঞা জারির পরেও বিহার, উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে চিন থেকে চোরাপথে এই রসুন ঢুকছে। সাদা ধবধবে রং, বড় বড় কোয়া নজর কাড়লেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিনা রসুন নিয়মিত খাওয়ার ফলে মিথাইল ব্রোমাইডের প্রভাবে লিভার ও কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments