More
    Homeখেলাচ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান

    চার ঘণ্টাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের তোলা দলের সর্বোচ্চ রান টিকতে দেয়নি অস্ট্রেলিয়া। চার দিনও স্থায়ী হল না সেই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের তোলা ব্যক্তিগত রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী জাদরান। ১২টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। প্রায় বছরখানেক ওয়ান ডে’তে মাঠেই নামতে পারেননি জাদরান। সেপ্টেম্বরে পায়ের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। হাসপাতালে তিনি শুয়ে রয়েছেন সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তাঁর ইনিংসে ওপর ভর করেই আফগানিস্তান আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ৩২৫ রান। এর আগেই বেন ডাকেটের করা ১৬৫ রানের রেকর্ড ইনিংস ছিল সর্বোচ্চ রান। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল (১৪৫ রান) ও জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের (১৪৫ রান)।শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ওয়ানডেতে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নতুন করে গড়েছেন জাদরান। এর আগের রেকর্ডটা তাঁরই ছিল, ২০২২ সালে পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments