চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুঃসংবাদ ভারতীয় দলে। দুবাই ছেড়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। এক রিপোর্টে খবর, মর্নি মর্কেলের বাবা অ্যালবার্ট মর্কেল প্রয়াত হয়েছেন। তাই তড়িঘড়ি দেশে ফিরেছেন। কবে ফিরবেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতের স্কোয়াডে তিনজন বিশেষজ্ঞ পেসার রয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। মর্কেল না থাকায় বোলারদের প্রস্তুত করার বাড়তি দায়িত্ব নিতে হবে বাকি সাপোর্ট স্টাফদের।