স্পিন জালেতেই হাঁসফাঁস কিউয়িদের। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে হলে ভারতকে করতে হবে ২৫২ রান। নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং নিয়ে ৭ উইকেট হারিয়ে তোলে ২৫১ রান। ক্যাচ মিস করেন রোহিত থেকে শুভমন। ভারতের চার স্পিনারের মধ্যে বরুণ চক্রবর্তী নেন ২ উইকেট, কুলদীপ যাদব নেন ২ উইকেট, জাদেজা নেন ১ উইকেট। মহম্মদ শামি নেন ১ উইকেট। একটা রানআউট। নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল করেন সর্বোচ্চ ৬৩ রান। রাচিন ৩৭ ও উইলিয়ামসন ১১ রানে ফেরেন। এই পিচে এই রানও যে চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতীয় ব্যাটারদের কাছে তা বলাই বাহুল্য।