ছ’বার ছুরিকাঘাত! মধ্যরাতে নিজের বাড়িতেই রক্তাক্ত সইফ আলি খান। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। সইফের শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরির একটি অংশ। তা বের করে আনা হয় অস্ত্রোপচারের মাধ্যমে। সেই অভিশপ্ত ছুড়ির ছবিই এ বার প্রকাশ্যে। তবে উল্লেখ্য, এই মুহূর্তে সইফ সম্পূর্ণ বিপন্মুক্ত। জ্ঞান ফিরেছে অভিনেতার। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।