More
    Homeবিনোদনছবির নাম 'বানসারা'! আতিউল ইসলামের পরিচালনায় এই প্রথমবার মাইথোলজির চাদরে মোড়া একটি...

    ছবির নাম ‘বানসারা’! আতিউল ইসলামের পরিচালনায় এই প্রথমবার মাইথোলজির চাদরে মোড়া একটি ক্রাইম থ্রিলার ছবি

    ছবির নাম ‘বানসারা’! আতিউল ইসলামের পরিচালনায় এই প্রথমবার মাইথোলজির চাদরে মোড়া একটি ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্যচরিত্রে পর্দায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। অন্যদিকে বনি সেনগুপ্তকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। বানসারা, পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম। এই গ্রামে বনদেবী খুবই জাগ্রত। এমন কথাও বলা হয় যে তিনি নাকি অপরাধীদের নিজের হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর আদেশ, ইচ্ছে ও সিদ্ধান্ত সবকিছুই দেবী গ্রামের সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেন বড়মার মাধ্যমে। এই বড়মা গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে যার নাম গৌরিকা দেবী। এই ছবিতে অপরাজিতা হলেন গৌরিকা দেবী। হঠাৎ এই গ্রামে একদিন দেবীর হাতে হতে থাকে খুন। পাশাপাশি ঘটে বেআইনি কাজও। এই সমস্ত কাজ বন্ধ করতে এবং খুনের সন্ধানে গ্রামে এসে পৌঁছন পুলিশ অফিসার অজিতেশ ওরফে বনি সেনগুপ্তকে। এই গ্রামেরই এক শিক্ষিকা সুভদ্রা। সে গৌরীকা দেবী অর্থাৎ বড়মার প্রিয় পাত্রী। এই চরিত্রে পর্দায় দর্শক দেখতে পাবেন মুন সরকারকে। একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় দেখা যাবে ভাস্কর দত্তকে। এছাড়াও ছবিতে রয়েছে টলিপাড়ার একাধিক অভিনেতা এবং অভিনেত্রী। সামনেই শুরু হবে এই ক্রাইম থ্রিলার ছবির শ্যুটিং।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments