ছবি দেওয়া যাওয়াই হল কাল! ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ দেখতে গিয়েই অগ্নিকাণ্ড! বুধবার ছবি প্রদর্শনীর সময় দিল্লির একটি মলে পিভিআরে আগুন লাগার ভয়াবহ ঘটনাটি ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যেই ছ’টি দমকল পৌঁছয় সেখানে। আহত হওয়ার ঘটনা বা মৃত্যুর কোনও খবর না মিললেও ঘটনার ভয়াবহতায় চক্ষু চড়কগাছ দর্শকদের।
চলতি মাসেই মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। ছবি দেখে যেমন মুগ্ধ দর্শকমহল, তেমনই প্রশংসায় পঞ্চমুখ খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেদিনও ছিল প্রেক্ষাগৃহে এমনই ভিড়। বিকেল তখন প্রায় সাড়ে ৪টে। দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে আগুনটি লাগে।
দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সেটি। দমকলের কাছে খবর যায় ৫টা নাগাদ। তবে দমকলকর্মীরা পৌঁছোনোর আগেই প্রেক্ষাগৃহের ভিতের থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এই ভয়াবহ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন সিলেক্ট সিটিওয়াক মলের এক মুখপাত্রও।